বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ভূমিকম্পে নিহত ৯৭

ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ভূমিকম্পে নিহত ৯৭

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে প্রচণ্ড ভূমিকম্পে অন্তত  ৯৭ জন মারা গেছে। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল  ভোরে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়নি। গণমাধ্যমের খবরে জানানো হয়, সুমাত্রা দ্বীপের পিদি জায়ার মিরুউডু শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এটি মুসলিম-অধ্যুষিত এলাকা। স্থানীয় লোকজন সকালে নামাজের প্রস্তুতি নেওয়ার সময় ভূমিকম্প আঘাত হানে। মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ভূমিকম্পের আঘাতে বিভিন্ন ভবন ধসে পড়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান পুতেহ মানাফ এএফপিকে বলেন, ভূমিকম্পে আহত লোকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচেহ প্রদেশের মিলিটারি প্রধান টেটাং সুলায়মান এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এখন পর্যন্ত ৯৭ জন লোকের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। মিরুউডু শহরের বাসিন্দা হাসবি জয়া (৩৭) এএফপিকে বলেন, শক্তিশালী ভূমিকম্প যখন আঘাত হানে, তখন তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, ‘আমরা দৌড়ে বাড়ির বাইরে চলে আসি। কিন্তু বাড়ি ভেঙেচুরে শেষ। ছাদ থেকে মেঝে পর্যন্ত কিছুই বাদ নেই।’ এ দিকে  জীবিতদের সন্ধান চলছে বলে জানিয়েছেন, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটির কর্মকর্তা সুতোপো নুগ্রোহ। স্থানীয় কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার তৎপরতায় জড়িত আছে ১ হাজারেরও বেশি মানুষ। আচেহ প্রদেশে জরুরি অবস্থাও জারি রয়েছে। প্রসঙ্গত, এক যুগ আগে ২০০৪ সালে ৯.২ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও সুনামিতে ভারত মহাসাগরের উপকূলে থাকা ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের অনেক জনপদ ভেসে যায়। শুধু ইন্দোনেশিয়াতেই এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ মারা যায়। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর