বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানে বিমান বিধ্বস্ত

পাকিস্তানে বিমান বিধ্বস্ত

৪০ জনেরও বেশি আরোহী নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল  দেশটির উত্তরাঞ্চলীয় শহর চিত্রাল থেকে ইসলামাবাদের পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিখোঁজ হয়। প্রাথমিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফে ফ্লাইটটি নিখোঁজের কথা বলা হয়। পরে পুলিশ জানায়, বিমানটি ‘বিধ্বস্ত’ হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সিনিয়র পুলিশ কর্মকর্তা লাইক শাহ জানান, প্রদেশের হাভেলিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে। ৪টা ৪০ মিনিটে ফ্লাইটটি ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে অবতরণের কথা ছিল। চিত্রল বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটিতে পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ জুনাইদ জামশেদ সপরিবারে ছিলেন। বিমানটির আরোহীদের মধ্যে বিদেশিসহ ৩১ জন পুরুষ, ৯ জন নারী ছিলেন। তাদের সঙ্গে ছিল আরও দুই শিশু। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার কাজ শুরু করতে এবং প্রাদেশিক সরকারকে সহায়তা করতে নির্দেশ দিয়েছেন। দ্য ডন, বিবিসি।

সর্বশেষ খবর