বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

ধুলা থেকেই সোনা!

ধুলা থেকেই সোনা!

ভারতের কলকাতার বড়বাজার কিংবা বউবাজারে ভোর হতে না হতে ওখানকার মানুষ হাতে একটা ঠোঙা নিয়ে লেগে পড়েন ধুলা কুড়াতে। বাচ্চা থেকে বুড়া সবাই থাকে এই দলে। মজার ব্যাপার হচ্ছে অনেক দামি জিনিস লুকিয়ে আছে এই ধুলোতে। এ দিয়ে অনেকের সংসার চলে রীতিমত। শিয়ালদহের বউবাজার অথবা কলকাতার বড়বাজার মূলত পরিচিত সোনা পট্টি হিসেবে। এখানে শুধু যে বড় বড় সোনার দোকান আছে তা নয়, এর সঙ্গে লাইন ধরে গলিগুলোতে আছে ছোটখাটো অনেক সোনার কারিগরদেরও দোকান। যারা দিনের ২৪ ঘণ্টায় সোনার গয়না বানানোর কাজ করে। গয়না তৈরির সময় যে সোনার গুঁড়ো মাটিতে পড়ে তা এতটাই সূক্ষ্ম যে ব্যবহার করা যায় না। সকালে এবং রাতে দোকান যখন ঝাঁট দেওয়া হয় তখন ধুলার সঙ্গে সোনার গুঁড়া মিশে যায়।

মজার ব্যাপার হচ্ছে, এখানেই এই সোনা মেশানো ধুলা কুড়ানোর জন্য আশপাশের অনেক বস্তিও লোক লেগে পড়ে। সকালে দোকানপাট খোলার আগে এরা ভিড় জমাতে থাকে। যে আগে যাবে সে অনেক বেশি ধুলা কুড়াতে পারবে, তার তত বেশি লাভ হবে। ধুলা থেকে সোনা বাছাই করতে এরা সারাদিন যা ধুলা জমায় তা রাতে পানিতে ভিজিয়ে রাখে। পানির মধ্যে সব ধুলো নিচে থিতিয়ে যায় সোনার গুড়া পানিতে ভেসে ওঠে, তা ছেকে আলাদা করে নেয়। এই প্রক্রিয়াতে চলে গোটা কাজটা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর