শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা গণহত্যার ভিডিও প্রকাশ

রোহিঙ্গা গণহত্যার ভিডিও প্রকাশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নৃশংস গণহত্যার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাজ্যের একটি টিভি চ্যানেল। ওসমান গণি নামে এক শিক্ষক মোবাইল ফোনে ধারণ করে ওই ভিডিওটি আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠায় বলে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকা।

ভিডিওতে দেখা যায়, ৩ শতাধিক রোহিঙ্গাকে প্রথমে সেনা সদস্যরা গুলি করে হত্যা করে। এরপর মৃতদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভিডিওতে দেওয়া সাক্ষাৎকারে এক রোহিঙ্গা নারী তার নিজের চোখে দেখা নৃশংস হত্যাযজ্ঞের বর্ণনা দেন। তিনি বলেন, সেনারা গ্রামে ঢুকে একে একে গুলি করে ও পিটিয়ে পুরুষদের হত্যা করে। আর নারী ও কিশোরীদের ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। গত অক্টোবরে বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় মিয়ানমারের ১০ সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) নিহত হয়। এরপর রাখাইন রাজ্যের সংখ্যালঘু গোষ্ঠী মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্বিচারে গণহত্যা, হত্যা ও ধর্ষণ-নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া ভিডিও ফুটেজে দেখা যায়, রাখাইনে গ্রামের পর গ্রাম হেলিকপ্টার গানশিপ দিয়ে জ্বালিয়ে দিচ্ছে সরকারি বাহিনী। দিশাহারা মানুষ পাগলের মতো ছুটছে। এ অবস্থায় তাদের ওপর হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। এদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে চলতি মাসে এ পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছে। গত নভেম্বর থেকে থেমে থেমে চলা সংঘর্ষে হাজারো মানুষ শান প্রদেশ ছেড়ে পালিয়েছে। অনেকে আবার সীমান্ত পাড়ি দিয়ে চীনেও পাড়ি জমিয়েছে। প্রতিবেশী দেশটিতে উত্তেজনা ও সংঘর্ষের কারণে বেইজিং তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।

সর্বশেষ খবর