শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মোদির পদত্যাগ চান মমতা

নোট বাতিল ইস্যু

দীপক দেবনাথ, কলকাতা

নোট বাতিল ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল নবান্নে এক সংবাদ সম্মেলন করে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী (ভারত) তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি দেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার কথা; কিন্তু তিনি শুধু নিজের ও তার কাছের লোকদের নিয়েই ভাবছেন।’ নোট বাতিলের সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেন, ‘নোট বাতিলের পর থেকে লাইনে দাঁড়িয়ে ৯০ জন মানুষ নিহত হয়েছেন। এর পর আর কত মানুষের মৃত্যু হবে? গত একমাস হয়রানি, ব্যথা, আশাহীনতা, আর্থিক নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলার মধ্যে কাটল। প্রধানমন্ত্রীর উচিত এজন্য দেশবাসীকে এর ব্যাখ্যা দেওয়া এবং পুরো ঘটনার দায় নেওয়া উচিত। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কোনো সুবিধা হয়নি, উল্টো প্রধানমন্ত্রী ও তার সঙ্গীরাই লাভবান হয়েছেন বলে দাবি মমতার। তিনি বলেন, ‘আমি জানি না কোথাও আলিবাবা কোথাও গলিবাবা করছেন...পুরোটাই রহস্যময়। এই সিদ্ধান্তে দেশ থেকে কোনো কালো রুপি উদ্ধার করা যায়নি উল্টো সাধারণ মানুষের কাছ থেকে রুপি কেড়ে নেওয়া হয়েছে। এমনকি বিদেশ থেকেও কোনো কালো রুপি দেশে ফেরানো যায়নি। কালো রুপি উদ্ধারের নামে কেন্দ্রের শাসক দল নিজেদের নামে সম্পত্তি কিনেছে, সোনা, হীরা কিনে রেখেছে এবং আরও বেশি করে ধনী হয়েছে।

সর্বশেষ খবর