শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

সলোমনে সুনামির আশঙ্কা

সলোমন দ্বীপপুঞ্জ কেঁপে উঠেছে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ভূমিকম্পের ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায়, যে মাত্রায় ভূমিকম্পটি হয়েছে তাতে সমুদ্রে সুনামি সৃষ্টি হতে পারে।

দ্বীপপুঞ্জের মধ্যে মাকিরা দ্বীপের ৩০ কিলোমিটারের মধ্যেই ভূমিকম্পটি ঘটেছে।

 

বিমানের ইঞ্জিনে ত্রুটি ছিল

৪৮ আরোহী নিয়ে বুধবার বিধ্বস্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) বিমানটির ইঞ্জিনে ত্রুটি ছিল। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারকে ফোন করে এ কথা জানিয়েছিলেন। তবে কর্তৃপক্ষের দাবি, বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। পিআইএর চেয়ারম্যান আজম সায়গাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিমানে থাকা ৪৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। দ্য ডন।

 

ভূমিকম্প : উদ্ধার অভিযান

ইন্দোনেশিয়ায় বুধবারের শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর নিচে কোনো জীবিত ব্যক্তি চাপা পড়ে আছেন কিনা সেই লক্ষ্যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ভূমিকম্প পরবর্তী কম্পন অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তারা। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর