শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
মমতাকে চিঠি পারিকরের

আপনার কাছে এটা আশা করিনি

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে বিরূপ মন্তব্য করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। সেনাবাহিনী সম্পর্কে অযথা কথা বলায় যথেষ্ট মর্মাহত হয়েছেন বলেও চিঠিতে জানিয়েছেন পারিকর। চিঠিতে পারিকর বলেন, ‘সেনা বাহিনীর সদস্যের জরিপ নিয়ে রাজ্যের তরফে যেভাবে এর বিরোধিতা করা হয়েছে ও সেনাদের সমালোচনা করা হয়েছে, তাতে সেনাদের মানসিক দৃঢ়তা নষ্ট হতে পারে। সেনারা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। মুখ্যমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের মন্তব্য কোনো মতেই আশা করা যায় না। সেনা সম্পর্কে এ ধরনের মন্তব্য করার আগে রাজনীতিবিদদের আরও সতর্ক হওয়া উচিত বলেও অভিমত দেন প্রতিরক্ষামন্ত্রী। পারিকরের দাবি, ‘টোল প্লাজায় সেনারা রুটিন জরিপ চালান। এটা প্রতিবছরই করা হয়। এবারও তা হয়েছে। কিন্তু সেই সাধারণ বিষয়কে নিয়ে অযথা পানি ঘোলা করা হয়েছে। টোল প্লাজায় সেনা মোতায়েনের পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারা দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিজেদের উৎসর্গ করেছে’। গত ১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের দুই নম্বর জাতীয় সড়কের পাশে ডানকুনি ও পালসিটের টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে ওই দিন রাতেই কেন্দ কে চরম হুঁশিয়ারি দেন মমতা। তার অভিযোগ ‘রাজ্য সরকারকে না জানিয়ে বিভিন্ন জায়গায় সেনা নামানো হয়েছে।

সর্বশেষ খবর