শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নোট বাতিল নিয়ে কথা বলতে দিলে সংসদে ভূকম্প হয়ে যাবে : রাহুল

কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে দেশের সবচেয়ে বড় দুর্নীতি বলে মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল এই অভিযোগ তুলে বলেন, ‘ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি হলো এই নোট বাতিল ইস্যু। আমি লোকসভায় এ বিষয়ে বলতে চাই। আমি সংসদে দাঁড়িয়ে সবকিছু বলব। কিন্তু সরকার সেই সুযোগ করে দিচ্ছে না। তারা যদি আমাকে সংসদে বলার সুযোগ দেন তবে এটুকু বলতে পারি যে, সংসদে ভূমিকম্প হবে’। কংগ্রেস সহসভাপতি বলেন, মোদি সরকারের নোট বাতিল ইস্যুতে কংগ্রেস দল বিতর্ক চাইছে যাতে সত্য সামনে আসে। কিন্তু সরকার সব সময় দূরে দূরে থাকছে। প্রধানমন্ত্রী দেশজুড়ে বক্তব্য রেখে বেড়াচ্ছেন কিন্তু লোকসভায় এসে সবার সামনে বসতে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উচিত সংসদে আসা এবং নোট বাতিলের এই সিদ্ধান্ত কাদের স্বার্থে নেওয়া হয়েছে, কারা এতে উপকৃত হয়েছে তা বিস্তারিত জানানো। রাহুলের ‘ভূকম্প’ মন্তব্য নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে সমালোচনা করা হয়েছে। এ ইস্যুতে সংসদে বিরোধীদের আলোচনা করা ও ভোট নেওয়ার দাবিকে খারিজ করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু রাহুলকে উদ্দেশ্য করে বলেন, সম্প্রতি দেশের ছয়টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত রাজ্যের উপনির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের রায় পেয়ে গেছেন।

 আন্তর্জাতিক স্তরেও টাইম ম্যাগাজিন চলতি বছরের সেরা ব্যক্তি হিসেবে মনোনীত করেছে। এরপরও বিরোধীরা কী চায়? এই ইস্যুতে সংসদে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন নাইডু।

সর্বশেষ খবর