রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার রাক্কায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে আরও ২০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার একথা জানিয়েছেন। গতকাল বাহরাইনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সেনা সদস্যদের মধ্যে থাকবে বিশেষ বাহিনীর প্রশিক্ষক, পরামর্শক এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। দেশটিতে  অবস্থানরত মার্কিন স্পেশাল ফোর্সের ৩০০ জন সদস্যের সঙ্গে তারা যোগ দেবেন।  বৈঠকে কার্টার আরও বলেন, ২০০ জন অতিরিক্ত সেনা স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্রসজ্জিত করা এবং তাদেরকে প্রেরণা জোগানোর কাজ করবে। তবে সিরিয়ার মূল সংঘাতটা হচ্ছে রাশিয়া সমর্থিত বাশার-আল-আসাদের সরকার এবং তুরস্ক, গালফ  দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী বাহিনীর মধ্যে। অন্যদিকে গতকাল বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত, স্টেফান ডি মিস্টুরা বলেছেন, সরকার যদি আলেপ্পোতে বিজয়ীও হয়, তারপরও যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। বিবিসি।

সর্বশেষ খবর