রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

ফল প্রত্যাখ্যান

পরাজয় মেনে নেওয়ার এক সপ্তাহের মাথায় নির্বাচনের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন আফ্রিকার দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। শুক্রবার রাষ্ট্রীয়  টেলিভিশনে দেওয়া ভাষণে নির্বাচনে ‘অস্বাভাবিক ঘটনা’ ঘটেছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। ১৯৯৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জামেহ। গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আবাসন ব্যবসায়ী আদামা ব্যারোর কাছে   পরাজিত হন তিনি। বিবিসি।

 

বিস্ফোরণে নিহত ৪

বুলগেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হিতরিনো এলাকায় গতকাল  গ্যাসবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ২৩ জন আহত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো এ কথা বলেছে। অগ্নিনিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের প্রধান নিকোলে নিকোলভ বলেন, দুর্ঘটনায় ২০টি বাড়ি ভেঙেচুরে গেছে। গ্রামের প্রায় ৮০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। নিকোলভ বলেন, অগ্নিনির্বাপক বাহিনী বেঁচে যাওয়া ব্যক্তিদেও খোঁজ করছে। এএফপির খবরে জানা যায়, ট্রেনটিতে প্রপিলিন গ্যাসবাহী ২০টি ট্যাংকার ও প্রোপেন বিউটেইনবাহী চারটি ট্যাংকার ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর