মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শশীকলাকে উপযুক্ত মনে করেন না জয়ললিতার ভাইঝি

তামিলনাড়ুর ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা গত সপ্তাহে প্রয়াত হয়েছেন। এর পর থেকে দলের প্রধান কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জটিলতা। দলের পক্ষ থেকে পরবর্তী দলীয় প্রধান হিসেবে জয়ললিতার সবচেয়ে ঘনিষ্ঠ শশীকলা নাতারঞ্জনকে নির্বাচিত করার চিন্তু-ভাবনা করা হচ্ছে। কিন্তু শশীকলা দলের প্রধান হিসেবে উপযুক্ত নন বলে মনে করেন জয়ললিতার ভাইঝি দীপা জয়াকুমার। এআইএডিএমকে সদস্যদের কাছে শশীকলা চিনাম্মা বা ‘ছোট আম্মা’ নামে পরিচিত। তামিল ভাষায় মায়ের ছোট বোনকে চিনাম্মা বলা হয়ে থাকে। আর জয়ললিতা আম্মা হিসেবে পরিচিত ছিলেন। দীপা এ প্রসঙ্গে বলেন, শশীকলা তার ফুফুর ঘনিষ্ঠ হলেও তার বিরুদ্ধে (শশীকলা) দুর্নীতির অভিযোগ রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলা আছে সুপ্রিমকোর্টে। তিনি দাবি করেন, শশীকলাকে জয়ললিতার ছায়া বলে মনে করা হলেও দলে তার তেমন সমর্থন নেই। বরং পিসিমার রাজনৈতিক দর্শন রক্ষা করতে রাজনীতিতে আসতে তার আপত্তি  (দীপা) নেই। এনডিটিভি

সর্বশেষ খবর