মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নোট বাতিল করল ভেনেজুয়েলাও

ভেনেজুয়েলায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। মানুষ ঠিকমতো খাবার কিনতে পারছে না। এ অবস্থায় দেশটির মুদ্রা ‘বলিভার’ তার মূল্য হারিয়েছে। দেশটির মুদ্রাস্ফীতির হার বিশ্বে সবচেয়ে বেশি। এর মধ্যেই দেশটির সরকার ঘোষণা দিয়েছে সেখানকার সব ১০০ বলিভারের নোট বদলে কয়েনে রূপান্তরের। আর তা বুধবারের মধ্যেই। এর মাধ্যমে দেশটির সরকার আশা করছে এতে খাদ্য পাচার বন্ধ হবে আর খাবারের সংকট নিয়ন্ত্রণ করা যাবে। দেশটিতে খাবার সংকটের কারণে সরকার খাদ্যদ্রব্যে ভর্তুকি দিয়ে আসছে। ভেনেজুয়েলার সেই ভর্তুকি দেওয়া খাবার বেশি দামে সীমান্ত পার হয়ে পাচারকারীরা কলম্বিয়ায় বিক্রি করছে। বিবিসি।

সর্বশেষ খবর