মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইতালির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন জেনতিলোনি

ইতালির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন জেনতিলোনি

ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির  প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পদত্যাগ করার পর প্রেসিডেন্ট একজন যোগ্য ব্যক্তিকে  খুঁজছিলেন। সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটে শোচনীয় হারের পর মাত্তিও রেনজি পদত্যাগের ঘোষণা দেন। ৬২ বছর বয়সী জেনতিলোনিকে রেনজির অনুগত বলে বিবেচনা করা হয়। তিনিও রেনজির ডেমোক্র্যাটিক পার্টির নেতা। সরকার গঠনের আমন্ত্রণ গ্রহণ করে দেওয়া সংক্ষিপ্ত এক ভাষণে জেনতিলোনি বলেন,  দেশকে স্থিতিশীল ও আশ্বস্ত রাখার জন্য দ্রুত সরকার গঠনের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করতে পারছেন। তিনি বলেন, আগের প্রশাসনিক কাঠামোর সঙ্গেও কাজ করবেন। এর অর্থ, তিনি বেশ কয়েকজন মন্ত্রীকে পুনর্বহাল করবেন। জনপ্রিয় ফাইভ স্টার মুভমেন্টনহ বিরোধীদল জানিয়ে দিয়েছে, নয়া সরকার অনুমোদনে পার্লামেন্টের ভোট বয়কট করবে তারা। কারণ এর কোনো আইনি বৈধতা নেই বলে তাদের দাবি। বুধবার ইতালির পার্লামেন্টে নয়া সরকার অনুমোদনে ভোট হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর