মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ভরদা’ চেন্নাইয়ে মৃত ২

ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে গতকাল দুপুরে চেন্নাইয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ভরদা’। ঝড়ে চেন্নাইয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। রবিবার বিকাল থেকেই তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল এবং চেন্নাইয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে সমান তালে চলছিল ঝোড়ো হাওয়া। গতকাল সকাল থেকে অবস্থা ভয়াবহ ধারণ করে। চেন্নাইয়ের পাশাপাশি এর প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতেও। তবে এসব এলাকায় প্রশাসন আগ থেকে প্রস্তুতি নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

‘ভরদা’ কী? : এই নামটি পাকিস্তানের দেওয়া। যার মানে ‘লাল গোলাপ’। সাধারণত ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার, মালদ্বীপ এবং ওমান। থাইল্যান্ডের দক্ষিণে ভারত মহাসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ভারতে প্রবেশ করার আগে থাইল্যান্ডে ব্যাপক তাণ্ডব চালায় ভরদা।  বেশ কিছু মানুষের মৃত্যু হয় সেখানে।

সর্বশেষ খবর