শিরোনাম
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মোদির সঙ্গে রাহুলের সাক্ষাৎ নিয়ে তোলপাড়

অবশেষে আকস্মিক বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর। রাহুল ও কংগ্রেসের কয়েকজন নেতা গতকাল সকালে পার্লামেন্ট হাউসে মোদির দফতরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটিতে পাঁচশ ও এক হাজার রুপির পুরাতন নোট নিষিদ্ধের ঘটনায় পার্লামেন্টে চলমান বিশৃঙ্খলা ও বিতর্কের মধ্যেই এ সাক্ষাৎ হলো। রাহুল সাক্ষাৎ করতে আসায় মোদি খুশি হয়েছেন বলে সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়। মোদির ভাষায়, ‘আমাদের প্রায়ই এ ধরনের সাক্ষাৎ হওয়া উচিত’। জানা গেছে, তাদের এই সাক্ষাৎ মিনিট দশেক ধরে হয়। এ সময় নোট বাতিলের জেরে চরম দুরবস্থায় পড়া কৃষকদের ঋণ মওকুফের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান রাহুল। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে রাহুল জানান, উত্তরপ্রদেশ ঘুরে কৃষকদের যে দুরবস্থা তিনি নিজের চোখে দেখেছেন তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর সামনে। তবে কৃষকদের ঋণ মওকুফের বিষয়টি নিয়ে তাকে যখন বলা হয়, প্রধানমন্ত্রী শুধু চুপ করে শুনেছেন। কোনো মন্তব্য করেননি।’ অথচ গত বুধবার মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন রাহুল। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতি সংক্রান্ত বিস্তারিত তথ্য হাতে আছে বলেও ওইদিন পার্লামেন্টে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। বিজেপি অবশ্য রাহুলের এমন মন্তব্যকে ‘বছরের বৃহত্তম জোকস’ বলে মন্তব্য করেছে। এদিকে রাহুল গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাতে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্ষেপেছে দেশটির কয়েকটি বিরোধী দল। তারা এ জন্য প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে পূর্বপরিকল্পিত সাক্ষাৎ বাতিল করেছেন।

সর্বশেষ খবর