রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘হ্যাকিংয়ের ব্যাপারে পুতিনকে সতর্ক করেছিলাম’

‘হ্যাকিংয়ের ব্যাপারে পুতিনকে সতর্ক করেছিলাম’

ওবামা

প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগেই ই-মেইল হ্যাকিং বন্ধে  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুতিন যে হ্যাকিংয়ের সঙ্গে সরাসরি জড়িত তারও ইঙ্গিত দিয়েছেন ওবামা। এক প্রশ্নে ওবামা বলেন, পুতিনের অজ্ঞাতে রাশিয়ায় খুব বেশি কিছু ঘটে না। শুক্রবার বছরের শেষ সংবাদ সম্মেলনে ওবামা এসব মন্তব্য করেন। এ প্রসঙ্গে ওবামা বলেন, গত সেপ্টেম্বরে এক সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় এর পরিণতি সম্পর্কে তাকে সতর্ক করে দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের ঘনিষ্ঠ সহযোগীর ই-মেইল হ্যাকিং করার ঘটনায় ‘যথাযথ’ জবাব দেওয়া হবে।’ জবাবে যুক্তরাষ্ট্র চাইলে রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের সাইবার হামলা চালাতে পারে বলেও জানান তিনি। ওবামার ভাষায়, ‘তারা আমাদের সঙ্গে যা করে, আমরাও তাদের সঙ্গে সেটা করতে পারি।’ বিবিসি

সর্বশেষ খবর