সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইয়েমেনে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ৪৯ সেনা নিহত

ইয়েমেনে সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ৪৯ সেনা নিহত

হামলার দায় স্বীকার আইএসের

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের এক সামরিক ঘাঁটিতে গতকাল আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৯ ইয়েমেনি সেনা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেক সেনাসদস্য। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করে এরই মধ্যে জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আত্মঘাতী হামলাকারীকে আবু হাসেম আল রাদফানি বলে উল্লেখ করেছে আইএস। তবে বিবৃতিটি আইএস দিয়েছে কি না কিংবা হামলাকারীর নাম রাদফানি কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী শহরটির আল সোলবান সেনাঘাঁটিতে এ হামলা চালায়। হামলা এমন সময়ে সংঘটিত হয় যখন হতাহত সেনাসদস্যরা তাদের বেতন নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছিলেন। হামলাকারী সেনা পোশাক পরিহিত অবস্থায় ঘাঁটিতে প্রবেশ করেছিলেন বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন। এডেন হচ্ছে জাতিসংঘ স্বীকৃত ও সৌদি সরকার সমর্থিত ইয়েমেনের ডি ফ্যাকটো রাজধানী। যদিও দেশটির প্রকৃত রাজধানী হচ্ছে সানা যা গত বছর থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর একই সেনাঘাঁটিতে আইএস জঙ্গিদের হামলায় কমপক্ষে ৪৮ সেনার মৃত্যু হয়েছিল। এ হামলার সময়ও সেনাসদস্যরা তাদের বেতন গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সরকারি বার্তা সংস্থা সাবা তখন একথা জানিয়েছিল। আলজাজিরা

সর্বশেষ খবর