সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কলকাতায় বিজয় দিবস উদযাপিত

কলকাতা প্রতিনিধি

কলকাতায় বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় মোমবাতি মিছিল করে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি

কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে উদযাপিত হলো বাংলাদেশের মহান বিজয় দিবস। শুক্রবার সকালে ফোর্ট উইলিয়ামের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান ভারতের তিন বাহিনীর (স্থল, নৌ ও বিমান বাহিনী) পূর্বাঞ্চলীয় শাখার প্রধানগণ। এ ছাড়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী প্রমুখ।

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় মোমবাতি মিছিলের আয়োজন করে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি। কলকাতার পার্ক স্ট্রিটের সামনে থেকে এই মোমবাতি মিছিল গিয়ে শেষ হয় ফোর্ট উইলিয়াম চত্বরে। মিছিলে অংশ নেন সমিতির সহ-সভাপতি নির্মলেন্দু ভট্টাচার্য, সম্পাদক অজয় দে, সহকারী সম্পাদক গৌরগোপাল সাহা, সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত দাস, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী প্রবোধ চন্দ্র সিনহাসহ অন্য সদস্যরা। মিছিল শেষে ফোর্ট উইলিয়ামের শহিদ বেদিতে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।  বিজয় দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামেও চলছে নানা অনুষ্ঠান। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র-চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। উৎসবের আকর্ষণ বাড়াতে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, হস্তশিল্প, বুটিক, সিরামিক ও মেলামাইন সামগ্রীসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর