সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতের নতুন সেনাপ্রধান নিয়ে বিতর্ক তুঙ্গে

ভারতের নতুন সেনাপ্রধান নিয়ে বিতর্ক তুঙ্গে

বিপিন রাওয়াত

ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দেশটির ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে শনিবার নিয়োগ দিয়েছে সরকার। তবে এ নিয়োগ নিয়ে দেশটির রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে। জানা গেছে, জ্যেষ্ঠ দুজন সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। ভারতীয় সেনাবাহিনীর কলকাতার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রভিন বকশি ও পুনের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান পি এম হারিজের সেনাবাহিনীতে চাকরির বয়স বিপিনের চেয়েও বেশি। বিপিনের নিয়োগে প্রশ্ন উঠেছে ভারতীয় জাতীয় কংগ্রেস ও বাম দলসহ বিরোধী রাজনৈতিক মহলে। কংগ্রেসের মুখপাত্র মনীষ তিওয়ারি বলেন, ‘লেফটেন্যান্ট জেনারেল রাওয়াতের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন নেই। তবে জ্যেষ্ঠ সেনা কর্তাদের টপকে তাকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা সন্ধিহান। বিষয়টি ভবিষ্যতে খারাপ নজির তৈরি করতে পারে।’ কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নেতা ডি রাজা বলেন, ‘সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়াটা দুঃখজনক। তবে সরকার নিজেই এ ইস্যুতে বিতর্কের ক্ষেত্র তৈরি করেছে।’  প্রসঙ্গত, বর্তমান সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন বিপিন। আগামী ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। এনডিটিভি।

সর্বশেষ খবর