মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাদ্দাম হোসেনই সত্য!

সাদ্দাম হোসেনই সত্য!

জটিল জনপদের দেশ ইরাক পরিচালনার জন্য প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনই সঠিক শাসক ছিলেন বলে তাঁর উদ্ধৃতি দিয়ে এক বইয়ে লিখেছেন সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান জন নিক্সন। এই গোয়েন্দাই সাদ্দামকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছিলেন। জিজ্ঞাসাবাদে সাদ্দাম বলেছিলেন, ইরাক পরিচালনা করতে ব্যর্থ হবে তোমরা কারণ এ দেশ শাসন করা বেশ কঠিন। সাদ্দাম যা বলেছিলেন তারই প্রতিফলন ঘটছে এখন দেশটিতে। সাদ্দাম হোসেনকে হত্যার পরই ইরাক একটি বিশৃঙ্খল দেশে পরিণত হয়। গত এক দশকে সেখানে মারা গেছেন কমপক্ষে দুই লাখ মানুষ।  সাদ্দাম হোসেনকে ২০০৬ সালে ফাঁসি দিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। কিন্তু এর আগে সাদ্দাম হোসেন যে সতর্কতা দিয়ে গিয়েছেন তা যথার্থই।  সাদ্দাম হোসেনের মৃত্যুর দশম বার্ষিকী উপলক্ষে জন নিক্সনের লেখা  বইটি চলতি মাসে প্রকাশিত হবে। ওয়াশিংটন পোস্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর