বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বার্লিন ট্র্যাজেডি

হামলাকারীর খোঁজে পুলিশ

জঙ্গিগোষ্ঠী আইএস দাবি করছে তাদের এক ‘যোদ্ধা’ জার্মানির বার্লিনে ব্যস্ত ক্রিসমাস বাজারে ট্রাক হামলা চালিয়েছে। যদিও কোনো নিরপেক্ষ সূত্রের বরাত দিয়ে এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। এদিকে বার্লিন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিউনিসিয়ার এক নাগরিককে খুঁজছে। আইএসের দাবি সম্পর্কে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী খুব সতর্কতার সঙ্গে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বেশ কয়েকটি দিক মাথায় রেখে ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এই হামলায় ১২ জন নিহত  এবং ৪৯ জন আহত হয়েছে। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক পাকিস্তানি ব্যক্তিকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবারের ওই ঘটনার পর পরই জার্মানির পুলিশ রাজনৈতিক আশয়প্রার্থী নাভেদ বি (২৩) পাকিস্তানি ওই যুবককে আটক করে। কর্তৃপক্ষ বলছে, আটককৃত ব্যক্তি হামলাকারী কিনা এ বিষয়ে যথেষ্ট প্রমাণাদি নেই। তিউনিসীয় নাগরিককে খুঁজছে পুলিশ : বার্লিনে ক্রিসমাস মার্কেটে ভিড়ের ওপর ট্রাক চালিয়ে হত্যার ঘটনায় তিউনিসিয়ার এক নাগরিককে খুঁজছে পুলিশ। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, যে লরিটি নিয়ে হামলা চালানো হয় সেটির চালকের আসনের নিচে একটি অস্থায়ী পারমিট খুঁজে পেয়েছে পুলিশ। বিবিসি।

সর্বশেষ খবর