শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের বাণিজ্য নীতিনির্ধারক হলেন চীনবিরোধী অর্থনীতিবিদ

উপদেষ্টা হিসেবে কাজ করেছেন নাভারো

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় বাণিজ্য কর্তৃপক্ষ তথা ন্যাশনাল ট্রেড কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন পিটার নাভারোকে। তবে নাভোরোর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি চীনের ঘোর সমালোচক। অর্থনীতিবিদ হিসেবেও তার সুনাম রয়েছে। নির্বাচনি প্রচারণা চলার সময় ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন নাভারো। তার লেখা ‘দ্য কামিং চায়না ওয়ারস’ এবং ‘ডেথ বাই চায়না’ এ দুটি বইয়ে চীনা নীতিমালার গভীর সমালোচনা করেছেন নাভারো। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় বাণিজ্য ইস্যুকে প্রাধান্য দিয়েছিলেন ট্রাম্প। সে সময় চীন ও মেক্সিকোর সঙ্গে কিছু চুক্তির সমালোচনা করেছিলেন তিনি। এমনকি এখনো চীনের ‘এক চীন’ নীতির বিরোধিতা করছেন ট্রাম্প। ট্রাম্পের অন্তর্বর্তী দলের পক্ষ থেকে বলা হয়, ‘নাভারোকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায়, আমেরিকান উৎপাদন ব্যবস্থাকে পুরান ঐতিহ্যে ফিরিয়ে আনতে ট্রাম্প কতটা প্রত্যয়ী।’ নাভারোর লেখা চীন ডেথ বাই চায়না বইটির অবলম্বনে একটি ডকুমেন্টারি ফিল্মও তৈরি হয়েছে। বইটির মুখবন্ধে দর্শকদের প্রতি নাভারো বলেছেন, ‘আমেরিকাকে রক্ষায় সহায়তা এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন। চীনের প্রস্তুতকৃত লেখা কিছু কিনবেন না।’ অবশ্য অনেক অর্থনীতিবিদ আশঙ্কা জানিয়েছেন, চীনা বাণিজ্যের বিরুদ্ধে আগ্রাসনমূলক পদক্ষেপ ও দুই পক্ষের পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার কারণে ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু হতে পারে। বিবিসি।

সর্বশেষ খবর