শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বার্লিনের সেই হামলাকারী ইতালিতে গুলিতে নিহত

বার্লিনের সেই হামলাকারী ইতালিতে গুলিতে নিহত

আনিস আমরি

জার্মানির বার্লিনে একটি মার্কেটে ট্রাক চালিয়ে নির্বিচারে ১২ ব্যক্তিকে হত্যাকারী সন্দেহভাজন জঙ্গি আনিস আমরি নিহত হয়েছেন। ইতালির মিলানে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আমরির মৃত্যু হয় বলে সেখানকার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিন্নিতিও এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন। তবে জার্মান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি। গত ১৯ ডিসেম্বর একটি ট্রাক নিয়ে বার্লিনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়ে সন্দেহভাজন জঙ্গি আনিস আমরি। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল সে। তাকে ধরতে এক লাখ ইউরো পুরস্কারও ঘোষণা করেছিল জার্মান সরকার। সেইসঙ্গে ইউরোপজুড়ে তাকে ধরতে অভিযান অব্যাহত ছিল। খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় ভোর ৩টার দিকে রুটিন পরিচয় শনাক্তের অংশ হিসেবে মিলানের এক রাস্তায় আমরির গাড়িটি থামায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় নিজের কাছে থাকা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে আমরির মৃত্যু হয়। এদিকে জার্মানিতে ফের একটি শপিং মলে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে দুই ভাইকে আটক করা হয়েছে। গতকাল খুব সকালের দিকে দুসবার্গ নামে একটি শহর থেকে এদের আটক করা হয় বলে দেশটির পুলিশ জানায়। আটক দুই ভাইয়ের জন্ম কসোভোতে। বার্লিন হামলার সঙ্গে এদের আটকের কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও পরিষ্কার নয়। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর