শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পো এখন আসাদের নিয়ন্ত্রণে

সিরিয়ার আলেপ্পো শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বলে দেশটির সরকারি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। সরকারি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে। গত প্রায় ছয় বছরের গৃহযুদ্ধে এটি দেশটির সরকারি বাহিনীর সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।  এক চুক্তির আওতায় গত সপ্তাহে ৩৫ হাজারের বেশি বিদ্রোহী এবং বেসামরিক মানুষকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেডক্রস। সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শহরটিতে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে সরকারি উদ্ধার বাহিনীর আশায় বহু মানুষকে অপেক্ষা করতে হয়েছে। সরকারি বাহিনী শহরটির দখল নেওয়ার পর সেখানকার বাসিন্দাদের রাস্তায় নেমে পতাকা উড়িয়ে উল্লাস করতে দেখা যায়। এ সময় তারা প্রেসিডেন্ট আসাদের নামে স্লোগান দিচ্ছিল এমন দৃশ্যও রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়। সিএনএন।

সর্বশেষ খবর