শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের হস্তক্ষেপে ইসরায়েলের বসতি নির্মাণবিরোধী বিল স্থগিত

পশ্চিমতীরে ইসরায়েলের বসতি নির্মাণবিরোধী একটি বিলে ভোট প্রদান স্থগিত করতে একমত হয়েছে মিসর। যুক্তরাষ্ট্রের হবু  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে সম্মত হলো দেশটির সরকার।এর আগে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে মঙ্গলবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই বিল উত্থাপন করে মিসর। এতে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধে ভোটাভুটির প্রস্তাব করা হয়। বৃহস্পতিবার ওই ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিলটি উত্থাপনের কয়েক ঘণ্টা পরই তা প্রত্যাহার করে নেয় মিসর। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগাযোগের পর বিষয়টি নিয়ে মিসরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ট্রাম্প। বিবিসি।

সর্বশেষ খবর