শিরোনাম
শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই বন্দীকে পুড়িয়ে মারার ভিডিও ছাড়ল আইএস

দুই বন্দীকে পুড়িয়ে মারার ভিডিও ছাড়ল আইএস

আইএসের সবচেয়ে বড় আস্তানা ইরাকের মসুল গুঁড়িয়ে দিতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকার। এখন জীবন নিয়ে পালানোর পথ খুঁজছেন জঙ্গি সংগঠনটির সদস্যরা। তার পরও তাদের বর্বরতা থামছে না। কখনো বন্দীদের সমুদ্রের ধারে নিয়ে  পরপর গুলি করে হত্যা, কখনো শিরশ্ছেদ এমন সব ভয়ানক কাণ্ড ঘটিয়ে তার ভিডিও তুলে আপলোড করে আতঙ্ক তৈরি করার বরাবরই চেষ্টা চালিয়েছে আইএস। এবার আরও ভয়াবহ আর নৃশংসতার নিদর্শন দেখাল তারা। তুরস্কের দুই বন্দী সেনার হাত-পা বেঁধে তাদের জীবন্ত পুড়িয়ে মাারার ভিডিও ছেড়েছে সংগঠনটি। হত্যাকাণ্ডের ১৯ মিনিটের সেই ভিডিও প্রকাশও করেছে তারা। সেখানে দেখা যাচ্ছে ওই দুই সেনাকে মোটা শিকল দিয়ে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সিরিয়াকে আইএস জঙ্গিদের কবল থেকে মুক্ত করতে সেখানে রাশিয়া, তুরস্ক ও সিরিয়া একসঙ্গে অভিযান চালাচ্ছে। ২৪ আগস্ট থেকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে তুরস্কও। দুই দিন আগেই আইএসের হামলায় ১৮ তুর্কি সেনা নিহত হন। আইএসের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিয়ে ঝাঁপাচ্ছে তুরস্ক। ঠিক এমন সময়ই সেই দুই তুর্কি সেনাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।  এএফপি।

সর্বশেষ খবর