শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিতর্কিত এনএসইইআরএস বিলুপ্ত ঘোষণা ওবামার

বিদায়ের আগেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিতর্কিত ‘ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি-এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেম (এনএসইইআরএস)’ বিলুপ্ত ঘোষণা করেছেন। তার নির্দেশে ২২ ডিসেম্বর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় এটি বিলুপ্ত করে। এর ফলে বাংলাদেশসহ ২৫টি মুসলিম দেশের লোকজনকে ভিসা প্রদানে কড়াকড়িসহ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিশেষ নিবন্ধন কর্মসূচি পুণরায় চালুর পথ রুদ্ধ হলো। দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প যাতে খুব সহজে মুসলমানদের দেশটিতে প্রবেশে বিশেষ কড়াকড়ি এবং সেখানে বসবাসরত মুসলিম অভিবাসীদের বিশেষ নজরদারিতে আনার অভিসন্ধি পূরণে সক্ষম না হন— সে জন্যেই বারাক ওবামা এ পদক্ষেপ নিয়েছেন। এদিকে, প্রেসিডেন্ট ওবামা আগামী ১০ জানুয়ারি শিকাগোয় বিদায়ী ভাষণ দিতে যাচ্ছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা যায়। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর