রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ভাষণ চুরির অভিযোগ

পাক প্রেসিডেন্ট দফতরের বিরুদ্ধে স্কুলছাত্রের মামলা

পাক প্রেসিডেন্ট দফতরের বিরুদ্ধে স্কুলছাত্রের মামলা

ভাষণ চুরির অভিযোগে পাকিস্তানের প্রেসিডেন্টের দফতরের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থী। মোহাম্মদ সাবীল হায়দার নামে ওই শিক্ষার্থী তার বাবার মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করে। এতে প্রেসিডেন্ট মামনুন হোসাইনের দফতরের বিরুদ্ধে নিজের ভাষণের টেক্সট চুরি ও অনুমতি ছাড়া অন্যকে দেওয়ার অভিযোগ আনা হয়। পাকিস্তানের জাতির  জনক মোহাম্মদ আলী জিন্নাহর ১৪১ জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের জন্য ভাষণটি তৈরি করেছিল হায়দার। মামলায় প্রেসিডেন্ট মামনুন হোসাইনের ব্যক্তিগত সচিব, প্রেসিডেন্টের সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে। হায়দার ইসলামাবাদ মডেল কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। হাইকোর্টে দাখিল করা আবেদনে হায়দার জানায়, চলতি বছরের ২৩ মার্চ প্রেসিডেন্টের দফতর আয়োজিত এক অনুষ্ঠানে সে অংশ নিয়েছিল এবং একটি বক্তব্য দিয়েছিল। পরবর্তীতে এজন্য প্রেসিডেন্ট তাকে প্রশংসাপত্র দিয়েছিল। আবেদনে আরও বলা হয়, জিন্নাহর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য গত ১৪ ডিসেম্বর মামলার বিবাদীরা তাকে অনুরোধ করেছিল। এতে সায় দিয়ে ২২ ডিসেম্বর নিজের বক্তব্য সে রেকর্ড করে। এরপর থেকে সে প্রতিদিন রিহার্সেলে অংশ নিয়েছে। এমনকি তা করতে গিয়ে তাকে বার্ষিক পরীক্ষার ইংরেজি ও সাধারণ জ্ঞানের পরীক্ষাও মিস করতে হয়। হায়দারের আইনজীবী জানান, প্রেসিডেন্টের দফতর থেকে হায়দারের বক্তব্য অনুমোদন দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। বিবাদীরা তা অনুমোদনও করেছিল। ২২ ডিসেম্বর অনুষ্ঠানের দিন সে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে তার জন্য সংরক্ষিত আসন গ্রহণ করে এবং বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষা করছিল। তখন আশ্চার্যজনকভাবে হায়দারকে জানানো হয়, অন্য একটি স্কুলের এক মেয়ে শিক্ষার্থী তার জায়গায় বক্তব্য প্রদান করবে। মেয়েটি যে বক্তব্য দেয় তা হায়দারের তৈরি ভাষণ সঙ্গে হুবহু মিলে যায়। হায়দারের আইনজীবী একে ইন্টেলেকচুয়াল প্রপার্টির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। পিটিআই।

সর্বশেষ খবর