রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টেকনোলজি ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত জাতিসংঘের

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনের সমাপ্তি পর্বে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্র সর্বসম্মতিক্রমে স্বল্পোন্নত দেশের জন্য টেকনোলজি ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। টেকনোলজি ব্যাংক হবে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি নতুন প্রতিষ্ঠান। স্বল্পোন্নত দেশগুলোর প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করতে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করা হলো। শুক্রবার টেকনোলজি ব্যাংকের চার্টার অনুমোদন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘এই চার্টার গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছাই প্রতিফলিত হয়েছে।’ বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর সভাপতি হিসেবে টেকনোলজি ব্যাংক স্থাপনে সক্রিয় ভূমিকা পালন করেছে। সাধারণ পরিষদের সভাপতি তার ভাষণে জাতিসংঘের ১৯৩টি দেশের ইতিবাচক মনোভাব গঠন এবং সর্বসম্মতিক্রমে সাধারণ পরিষদে টেকনোলজি ব্যাংকের চার্টার গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন। ব্যাংকটি ৪৮টি স্বল্পোন্নত দেশের জন্য প্রযুক্তিগত সুযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে এসব দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের সামর্থ্য আরও বৃদ্ধি করতে পারবে। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর