রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বার্লিন হামলাকারীর ভাতিজা গ্রেফতার

জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে বার্লিনের সন্দেহভাজন হামলাকারী আনিস আমরির ভাতিজাসহ তিনজনকে আটক করেছে তিউনিশিয়ার পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে একথা জানানো হয়। শুক্রবার রাতে তাদের আটক করা হয় যাদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বিবৃতিতে আরও বলা হয়, আমরির ভাতিজা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে তার চাচার সঙ্গে যোগাযোগ রেখেছিল। গোয়েন্দা নজরদারি এড়াতেই সে এমনটি করেছিল। আটক ভাতিজা আইএসের কর্মকাণ্ড সমর্থন করে বলেও পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে জানিয়েছে। তাদের অপর সহযোগীদের আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, বার্লিনে হামলাকারী নিহত আনিস আমরি একাই পলায়ন করছিল বলে ইতালির সন্ত্রাসবাদবিরোধী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এর অর্থ দাঁড়াচ্ছে বার্লিনে হামলা চালানোর পর ফ্রান্স হয়ে সে একাই ইতালির মিলানে প্রবেশ করেছিল। শুক্রবার মিলানে পুলিশের গুলিতে নিহত হওয়ার সময়ও সে একা ছিল। ইতালিতে প্রবেশের আগে আমরি বেশ দ্রুতই তার ব্যাকপ্যাক গুছিয়েছিলেন বলে মনে হয়  এবং সঙ্গে মাত্র ১০০ ইউরোর কিছু বেশি বহন করছিল। ঘটনার সময় আমরির পরনে তিন জোড়া ট্রাউজার, একটি টুথব্রাশ ও একটি শেভিং ফোম ছিল। তবে তার সঙ্গে কোনো ফোন ও পরিচয়পত্র ছিল না। সিএনএন।

সর্বশেষ খবর