রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অ ন্য খ ব র

সাগরের ‘ভয়ঙ্কর ভূত’

সাগরের ‘ভয়ঙ্কর ভূত’

মাছগুলোর মুখ দেখে মনে হবে যেন তারা শয়তানের দূত।  এমন ভয়ঙ্কর দর্শনের মাছের দল আচমকা দেখা দিল সমুদ্রে।  আর এ মাছ দেখার পর নানাবিধ প্রশ্ন ঘুরতে শুরু করেছে মানুষের মনে। কেউ বলছেন এই হলো পৃথিবীর শেষের শুরু। কারও দাবি, অদ্ভুত এই মাছ পাল্টে দেবে দুনিয়ার জীববৈচিত্র্যের ইতিহাস।  যার ফলে উৎসাহিত মত্স্য বিশেষজ্ঞরা। রোমান ফেদোরতসভ একজন রুশ মত্স্যজীবী। তিনি রাশিয়ার উত্তর-পশ্চিম উপকূল অঞ্চলে মাছ ধরেন। তার জালে ধরা পড়েছে কিছু ভয়ঙ্কর মুখের মাছের দল। তা দেখে রীতিমতো ভড়কে গেছেন তিনি। মাছগুলোর সম্পর্কে জানাতে গিয়ে একটি ব্লগে ছবিসহ বিবরণ পোস্ট করেছিলেন। এরপরেই চমক লেগেছিল  জীববিজ্ঞানীদের মধ্যে। তারা জানায়, এ সব মাছ অন্য ধরনের হাঙরজাতীয় প্রাণী। ভয়ঙ্কর দাঁতওয়ালা এসব প্রাণীর ছবি দেখে মনে হতেই পারে এরা অন্য দুনিয়া থেকে পৃথিবীতে চলে এসেছে।  এ মাছগুলোকে দেখে ভূত বলেই মনে হবে। সত্যি কি এগুলো মাছ কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এরা ইঁদুরের মতো দেখতে। কোনোটার আবার সবুজ রঙের  ভৌতিক চোখ।

কোনোটার লাল চোখ। প্রত্যেকেই একে অপরের তুলনায় ভয়ঙ্কর।  ছবিগুলো দেখে ছড়িয়ে পড়েছে শোরগোল। আর এদের সঙ্গে প্রচলিত সামুদ্রিক মাছের কোনো মিল নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর