সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিতর্কিত ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা

বিতর্কিত ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিয়ে বলেছেন, স্বার্থ-সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবাদের বহিঃপ্রকাশ দেখতে চান না তিনি। বিবিসি জানায়, ট্রাম্প ফাউন্ডেশনে সম্ভাব্য অনিয়মের ওই অভিযোগ তদন্ত করছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। সরকারি এ প্রতিষ্ঠানটি জানায়, তদন্ত চলাকালে ট্রাম্প তার ফাউন্ডেশন বন্ধ করতে পারবেন না। অবশ্য ট্রাম্প কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিগত বছরগুলোতে তার ফাউন্ডেশন অসংখ্য ব্যক্তিকে কয়েক লাখ ডলার সহায়তা দিয়েছে। এর মধ্যে প্রবীণ, শিশু এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা রয়েছেন। তারপরও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে স্বার্থের দ্বন্দ্ব তৈরি করছে বলে মনে হতে পারে— এমন যে কোনো কিছু আমি এড়িয়ে চলতে চাই। জনসেবার যে প্রবল আগ্রহ আমার রয়েছে, তা আমি অন্যভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। ট্রাম্প তার বহুল বিক্রিত বই ‘দি আর্ট অব দি ডিল’ বিক্রির টাকায় ১৯৮৭ সালে নিজের নামে এই দাতব্য প্রতিষ্ঠান খোলেন। ২০১৩ সালে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ট্রাম্প বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির একটি অভিযোগ নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর রিপাবলিকান নেতা পাম বন্ডির সমর্থক একটি গ্রুপকে ২৫ হাজার ডলার অনুদান দেয় ফাউন্ডেশনটি। বিষয়টি নিয়ে গত জুনে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

সর্বশেষ খবর