সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইউরোপীয় ইউনিয়নের পতন কি আসছে বছরেই!

১৯৯৩ সালে সৃষ্টির পর গত দুই দশকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বে মজবুত ভিত্তি তৈরি করে। বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে এগিয়ে যায় সংস্থাটি। কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে সংস্থাটির পিছিয়ে পড়া। ইউরোপের কোনো কোনো বিশেষজ্ঞ তো বলেই বসেছেন আসছে বছরেই পতন ঘটবে ইইউর। এ নিয়ে লেখালেখিও কম হচ্ছে না। লেখকদের একজন প্যারিসের পিটার ফিল্ডম্যান। তিনি দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইনে আতঙ্কের কথা তুলে ধরেছেন। তিনি লিখেন, ‘বার্লিন হামলাকারী তিউনিশিয়ার নাগরিক। এটা কোনো যুদ্ধকবলিত দেশ নয়। তাকে ইতালি অবস্থান করতে দেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থা ও পুলিশের নজরে থাকাধীন সে জার্মানির বার্লিনে হামলা চালিয়েছে। এ থেকে বোঝা যায় ইউরোপ কীভাবে তার আবেদন হারিয়েছে। ইইউর নাগরিকদের স্বাধীনতা ও রাজনৈতিক সংশোধনীর বিষয়ে পশ্চিমা নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও উদারপন্থিরা সবাই যখন উদ্বিগ্ন তখন ইউরোপ স্থায়ী এক হুমকি  মোকাবিলা করছে। অভিবাসন নিয়ে ভুল সিদ্ধান্তের কারণে ভূমধ্যসাগরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। অভিবাসীরা ইউরোপে ঢোকে একে ধ্বংস করছে। তাই ২০১৭ সালে হয়তো আমাদের  ইইউর পতন দেখতে হবে।’ অস্ট্রেলিয়া  থেকে হারভে স্যান্ডার্স লিখেছেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে  প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প গণ্ডগোল বাধিয়ে দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর কী ঘটতে পারে? তার রয়েছে রাজনৈতিক অভিজ্ঞতার অভাব। কূটনৈতিক সূক্ষ্মতম ধারণা নেই তার। তাই তার  মেয়াদকালে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে। এতে ভঙ্গুর হয়ে যাবে ইউরোপ।

সর্বশেষ খবর