সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রসহ ১১ দেশের রাষ্ট্রদূত তলব করল ইসরায়েল

নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের প্রতিক্রিয়া

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলের বসতিস্থাপন বন্ধের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত শুক্রবার পাস হওয়া প্রস্তাবের প্রতিক্রিয়ায় দেশটি যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশের রাষ্ট্রদূতদের তলব করেছে। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেনিয়েল শাপিরো ও অন্য ১০টি দেশের রাষ্ট্রদূতদের তলব করে। এর আগে প্রস্তাবটিতে ভেটো না দেওয়ায় সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের তীব্র সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাচশন প্রস্তাবটিকে ‘শান্তির পক্ষে নয়, বরং ইসরায়েলের বিপক্ষে’ বলে এক বিবৃতিতে জানান। ২৩৩৪ নামে প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, এঙ্গোলা, মিসর, জাপান, স্পেন, ইউক্রেন ও উরুগুয়ের রাষ্ট্রদূতদের তলব করা হয়। মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সেনেগাল ও ভেনিজুয়েলা নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে। যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪টি সদস্য দেশ এর পক্ষে ভোট দিলে এটি পাস হয়। সিএনএন।

সর্বশেষ খবর