সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চিলির উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্প

চিলির দক্ষিণ উপকূলে গতকাল ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। উপকূলবর্তী এলাকা পুয়ের্তো কেলনের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চিলোয়া দ্বীপে এ ভূমিকম্পটি অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র প্রাথমিকভাবে সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেয়। ভূমিকম্পের প্রভাবে কিছু কিছু জায়গায় রাস্তাঘাটে ফাঁটল দেখা দিলেও হতাহতের কোনো খবর তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। চিলির জাতীয় জরুরি দফতর সতর্কতা জারি করে উপকূলের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মিশেল বাচেলেট ভূমিকম্পের পরপরই এক টুইট বার্তায় সবরকম সহযোগিতার কথা জানিয়েছেন। বিবিসি, সিএনএন

সর্বশেষ খবর