শিরোনাম
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মস্কোর ৩টি রেলস্টেশনে বোমা হামলার হুমকি

রাশিয়ার রাজধানী মস্কোর তিনটি রেল স্টেশনে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে প্রায় ৩ হাজার যাত্রী ও স্টাফকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফোনে এ হুমকি দেওয়া হয় বলে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা স্পুটনিক জানায়। মস্কোর কাজানস্কি, লেনিনগ্রাডস্কি ও ইয়ারোস্লাভস্কি এ তিনটি রেলস্টেশনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর কাজানস্কি ও লেনিনগ্রাডস্কি এ দুটি স্টেশনের প্রতিটি থেকে এক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। আর ইয়ারোস্লাভস্কি স্টেশন থেকে আরও প্রায় ৭৫০ ব্যক্তিকে নিরাপদ স্থানে সরানো হয়। রাশিয়ার জরুরি বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি একথা জানায়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। সিএনএন।

সর্বশেষ খবর