মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

নাগরিকদের সরিয়ে নিল জার্মানি

জার্মানির অগসবার্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিশালাকৃতির বোমা পাওয়া গেছে। আর এটি নিষ্ক্রিয় করতে শহর থেকে ৫০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘটনা এটি সবচেয়ে বৃহত্। ধারণা করা হচ্ছে, ১৯৪৪ সালের বিমান হামলায় ১ দশমিক ৮ টন ওজনের ব্রিটিশ বোমাটি এখানে পড়ে। সেই হামলায় পুরনো শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। জার্মান পুলিশ ক্রিসমাসের দিনেই সরিয়ে নেওয়ার কাজটি করেন। গত মঙ্গলবার নির্মাণকাজের সময় বোমাটি পাওয়া যায়।

অগসবার্গের মেয়র কুর্ট গ্রিবি শহরের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বলেন, ‘প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে তাদের আত্মীয়, বাবা-মা, বন্ধু নিরাপদে জায়গায় গেছে। একে অপরকে দেখে রাখুন।’ এএফপি।

সর্বশেষ খবর