মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলেপ্পোতে আরও গণকবরের সন্ধান

সিরিয়ার আলেপ্পো শহরে আরও বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে। গণকবরগুলোতে নির্যাতনের শিকার মৃত্যুবরণকারী বেসামরিক মানুষের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো স্বাভাবিক অবস্থায় নয় অর্থাত্ কোনোটি হাত, আবার কোনোটি পা নেই, কোনোটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন। বেশিরভাগ মরদেহের মাথায় গুলির আঘাত রয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেনকভ এক বিবৃতিতে গতকাল একথা জানান। বিবৃতিতে জানানো হয়, প্রাথমিকভাবে নিহতদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ পাওয়া গেছে। নিহতরা সবাই সিরিয়ান বলে ধারণা করা হচ্ছে। এদের ওপর প্রথমে ব্যাপক নির্যাতন চালানো হয় এবং পরে হত্যা করা হয়। অনেকগুলো মৃতদেহের সবগুলো অঙ্গপতঙ্গ পাওয়া যায়নি।’ এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবেও উল্লেখ করেছেন ওই মুখপাত্র। বিদ্রোহীমুক্ত করে সম্প্রতি আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের অনুগত বাহিনী। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর