বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্প কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবেন!

ট্রাম্প কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবেন!

নির্বাচনী প্রচারণা থেকে শুরু। নির্বাচনে জিতেছেনও তিনি। কিন্তু পারমাণবিক অস্ত্র নিয়ে মন্তব্য এখনো থামছে না তার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় মন্তব্য করেছিলেন আমাদের যেসব পারমাণবিক বোমা রয়েছে সেগুলো সাজিয়ে রেখে লাভ কী। শত্রুদের বিরুদ্ধে এসব ব্যবহার করা উচিত। আর দিন কয়েক আগে তিনি টুইট করেন তিনি চান তার দেশ আরো বেশি পারমাণবিক বোমা তৈরি করুক। তার এই সব মন্তব্যে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। অনেক বিশেষজ্ঞ বিষয়টিতে ভালোভাবে নিচ্ছেন না। কেউ কেউ মন্তব্য করেছেন ট্রাম্পের এসব কাণ্ড-কারখানায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। কেউ বলছেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ে যে টুইট করেছেন তা প্ররোচণামূলক। এ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ট্রাম্প গত ২২ ডিসেম্বর তা  দেশের পারমাণবিক কর্মসূচি শক্তিশালী ও বিস্তৃত করার বিষয়ে টুইট করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারমাণবিক অস্ত্র বড় আকারে শক্তিশালী করতে হবে। যাতে বিশ্ব যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দেখে সমীহ করে। কিন্তু মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ বিষয়ক বিশেষজ্ঞ জেফ্রে লুইস বলছেন, যদি ট্রাম্প গুরুত্ব দিয়ে বা এমনিতেই ওই টুইট করে থাকেন তাহলে ভেবে নিন আমরা একটি সংকটের মধ্যে আছি। মানুষ এমন টুইটকে সবচেয়ে খারাপ হিসেবে ভেবে নিতে পারে। তার উদ্ধৃতি দিয়ে এ সংবাদ ছেপেছে লন্ডনের অনলাইন দ্য এক্সপ্রেস। জেফ্রে আরও বলেছেন, কোনো যুদ্ধ শুরু হলে তাতে আগেভাগেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে উত্তর কোরিয়ার। তারা এ বিষয়ে কোনো কালবিলম্ব করবে না। যদি উত্তর কোরিয়া দেখে যে আমরা যুুদ্ধে যাচ্ছি তাহলে তারা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধে। এ ছাড়া প্রিন্সটন ইউনিভার্সিটির পারমাণবিক নীতি বিষয়ক বিশেষজ্ঞ ব্রুস ব্লেয়ার ওয়াশিংটন পোস্টের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন।

সর্বশেষ খবর