বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেই পার্ল হারবার সফরে জাপানের প্রধানমন্ত্রী

সেই পার্ল হারবার সফরে জাপানের প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি পারমাণবিক বোমা হামলার শিকার যুক্তরাষ্ট্রের পার্ল হারবার সফরে গেলেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। বিবিসি জানায়, গতকাল হাওয়াইতে বেশ কয়েকটি স্মৃতিসৌধ পরিদর্শন করেন তিনি। মার্কিন সশস্ত্র বাহিনীর নিহতদের স্মৃতির উদ্দেশ্যে হনলুলুর ন্যাশনাল  মেমোরিয়াল সিমেট্রি অব দ্য প্যাসিফিকে একগুচ্ছ সাদা ফুল  রেখে  নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শোক বইতেও স্বাক্ষর করেন। স্থানীয় সময় গতকাল পার্ল হারবার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার সঙ্গে থাকবেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ওবামার সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হবেন তিনি। জানুয়ারিতে  প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদ শেষের আগে দুই নেতার এটি শেষ বৈঠক। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌঘাঁটিতে একদিনে স্মরণকালের বৃহত্তম বিমান হামলা চালিয়েছিল জাপান।  জাপানের এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ  দেয়। এবং হিরোসিমা ও নাকাসাকিকে পরমাণু বোমা নিক্ষেপ করে।

সর্বশেষ খবর