বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিধ্বস্ত রুশ বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

কৃষ্ণসাগরে গত রবিবার বিধ্বস্ত রুশ সামরিক বাহিনীর বিমানটির একটি ব্ল্যাক বক্স (ফ্লাইট ডেটা রেকর্ডার) উদ্ধার করা হয়েছে। সমুদ্র তীর থেকে ১৬০০ মিটার ভিতরে ও পানির ১৭ মিটার গভীরে এটি পাওয়া যায়। তবে বিমানটির আরেক ব্ল্যাক বক্স (ককপিট ভয়েস রেকর্ডার) নিখোঁজ রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্পুটনিক বার্তা সংস্থা গতকাল একথা জানায়। গত ২৫ ডিসেম্বর ৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় রাশিয়ার টিইউ-১৫৪ বিমানটি। জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র সোচির অ্যাডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের ২ মিনিট পরই বিমানটি রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পরে কৃষ্ণসাগরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মিলে। কারিগরি ত্রুটি বা পাইলটের ভুলের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, বিমানটিতে সম্ভবত অতিরিক্ত যাত্রী ছিল। তবে এর পেছনে সন্ত্রাসবাদ নেই বলে দেশটির পরিবহনমন্ত্রী গত পরশু জানিয়েছেন। আরোহীদের মধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা সংস্থার বরাতে বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে। সিএনএন, বিবিসি।

সর্বশেষ খবর