বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতে হামলার ছক আইএসআই’র

কলকাতা প্রতিনিধি

এবার নতুন পথে ভারতে হামলার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। এক্ষেত্রে পূর্ব পারের সীমান্ত ব্যবহার করে অর্থাত্ মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে সন্ত্রাসী ঘাঁটি তৈরি করে সেখান থেকে ভারতে হামলার পরিকল্পনা করছে আইএসআই। দেশটির গোয়েন্দা সূত্রে খবর, ভারতে হামলার বিষয়ে নতুন কৌশল নিয়েছে আইএসআই। এতদিন ধরে প্রধানত কাশ্মীর সীমান্ত ব্যবহার করেই আইএসআই’এর বিরুদ্ধে ভারতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। কিন্তু এবার পূর্ব সীমান্ত দিয়ে গোপন ঘাঁটি থেকে ভারতে হামলা করতে চায় তারা। গোয়েন্দা সূত্রে খবর মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের ম্যারিসটে একটি গোপন জঙ্গি ঘাঁটি গেড়েছে আইএসআই। ওই ঘাঁটিতেই রোহিঙ্গা মুসলিমদের অস্ত্রসহ বিভিন্ন প্রশিক্ষণ দিতে তালেবান জঙ্গিদের ব্যবহার করছে সংস্থাটি। পরে সুযোগ বুঝে তাদের দিয়েই ভারতে রক্ত ঝরাতে চাইছে পাক গুপ্তচর সংস্থা। তবে শুধু ভারতে নয়, ম্যারিসটের জঙ্গি ঘাঁটি থেকে আইএসআই ভারতের পাশাপাশি বাংলাদেশেও হামলা করার পরিকল্পনা নিচ্ছে বলে ধারণা গোয়েন্দা কর্মকর্তাদের। সম্প্রতি এক জঙ্গিকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করেই এই নতুন জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়েছে গোয়েন্দারা।

সর্বশেষ খবর