শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতিবাজদের কপ্টার থেকে ছুড়ে ফেলব : দুতার্তে

দুর্নীতিবাজদের কপ্টার থেকে ছুড়ে ফেলব : দুতার্তে

একের পর এক বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন ফিলিপাইনের  প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এবার তিনি দেশটির দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের হেলিকপ্টার থেকে ছুড়ে ফেলার হুমকি দিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্দেশে গত মঙ্গলবার দেওয়া এক বক্তৃতায় দুতার্তে এই হুমকি দেন। ঘূর্ণিঝড়কবলিত কামারিনেস সুর প্রদেশ পরিদর্শনের সময় জনতার উদ্দেশে বক্তব্য দেন দুতার্তে। বক্তৃতার একপর্যায়ে তার সরকারের মাদক ও দুর্নীতিবিরোধী অভিযানের প্রসঙ্গ আসে। দুতার্তে বলেন, ‘কেউ দুর্নীতি করলে তাকে হেলিকপ্টারে করে ম্যানিলায় নিয়ে এসে বাইরে ফেলে দেব।’ একই বক্তৃতায় দুতার্তে জানান, এ ধরনের কাজ আগেও করেছেন তিনি।  ফের করতে দ্বিধা করবেন না। তার বক্তব্য সংবলিত একটি ভিডিও বার্তা প্রেসিডেন্টের দফতর থেকেও প্রচার করা হয়েছে। দুতার্তে দেশটিতে দুর্নীতি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। চলমান অভিযানে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। পশ্চিমা দেশগুলোর দাবির মুখে জাতিসংঘ এ বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর