শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কেরির মন্তব্য পক্ষপাতদুষ্ট

---------------- নেতানিয়াহু

ফিলিস্তিনের দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা করে দেওয়া বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেরির বক্তব্যকে ‘ভারসাম্যহীন’ ও ‘পক্ষপাতিত্বমূলক’ বলে বর্ণনা করেছেন তিনি। জন কেরি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ দ্বিরাষ্ট্রের ভিত্তিতে দেশ দুটির মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি তত্পরতা একটি বড় ধরনের সমস্যা বলেও কেরি তার বক্তব্যে জানান। ইসরায়েলের বসতি স্থাপন দেশটির ভবিষ্যত গণতন্ত্রের জন্য হুমকির কারণ বলেও যোগ করেন কেরি। কেরির বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু গতকাল অভিযোগ করে বলেন, ‘নিরাপত্তা পরিষদে ভোট উত্থাপন, তার অগ্রগতি ও সবকিছু সংগঠিত করা পুরোটাই মার্কিন কারসাজি।’ বিবিসি।

সর্বশেষ খবর