শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
সিন্ধুর পানি চুক্তি ইস্যু

ভারতকে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান

‘সিন্ধু পানি চুক্তি’ নিয়ে ফের ভারতকে সতর্ক করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমদ চৌধুরী। এ চুক্তি লঙ্ঘন করলে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও তিনি হুশিয়ারি দেন। ভারতের এই আচরণ বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তার মত। তিনি মনে করেন, এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভারত অবশ্যই দু’বার ভেবে নেবে। চৌধুরী আরও জানান, ভারতের পক্ষ থেকে একতরফাভাবে এ চুক্তি লঙ্ঘন করলে তাতে কেবল সিন্ধু পানি চুক্তিই লঙ্ঘন করা হবে না। বরং অন্য দেশগুলোর জন্যও তা নজির হয়ে যাবে। অনেক দেশ একইরকম কাজের জন্য আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে একে নজির হিসেবে  দেখাবে। উল্লেখ্য, ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার পূর্বের তিন নদী রাভি, বিয়াস ও সাটলেজ নদী ভারতের জন্য বরাদ্দ করা হয়। আর পশ্চিমের তিন নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানির ৮০ শতাংশ পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়। অনলাইন।

সর্বশেষ খবর