শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় আজ মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর

শান্তি আলোচনা শুরুর ব্যাপারে সমঝোতা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আজ স্থানীয় সময় মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানিয়েছেন। দেশটিতে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা শুরুর ব্যাপারে সিরিয়ার সরকার ও বিদ্রোহী গ্রুপের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। শান্তি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি ইরান ও তুরস্কের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন বলেও জানান। তুরস্ক সব পক্ষকে যুদ্ধবিরতির প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে। আর সিরিয়া সরকারও যুদ্ধবিরতি পালন করবে বলে নিশ্চিত করেছে। পুতিন তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির লক্ষ্যে সমঝোতায় পৌঁছার কথা জানান। তিনি বলেন, ‘আমরা যে সমঝোতায় পৌঁছেছি তা খুবই দুর্বল, যেমনটা আমরা সবাই বুঝতে পারছি। এজন্য আমাদের বিশেষ মনোযোগ ও ধৈর্য, প্রফেশনাল দৃষ্টিভঙ্গি এবং অংশীদারদের সঙ্গে নিত্য যোগাযোগ দরকার।’ এদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু জানান, সিরিয়ার সাতটি সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীও যুদ্ধবিরতির প্রতি সমর্থন ব্যক্ত করেছে। যুদ্ধবিরতি স্থায়ী হলে তা সিরিয়ায় রুশ সেনা উপস্থিতি কমানোর সুযোগ করে দেবে বলেও যোগ করেন তিনি। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর