শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতে কয়লাখনি ধসে নিহত ১০

আটকা পড়েছে প্রায় ৫০ শ্রমিক

ভারতে কয়লাখনি ধসে নিহত ১০

ভারতের ঝাড়খণ্ডে একটি কয়লাখনি ধসে কমপক্ষে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৫০ জনের মতো শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার রাতে রাজ্যের গদ্দা এলাকার লালমাটিয়া ওপেন কাস্ট কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে বলে আর আর মিশ্র নামে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ভারতের কয়লাখনির নিরাপত্তাবিষয়ক মহাপরিচালক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আর আর মিশ্র জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন সেখানে কয়েকটি উত্তোলন যন্ত্র দিয়ে কয়লা সরানোর কাজ চলছিল। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ভারতের কয়লা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় নিহত মোট ৯ শ্রমিকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত ২ শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার কয়লাখনিটি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের রাজমহল এলাকায় অবস্থিত। আর গদ্দার এলাকাটি রাজ্যের রাজধানী রানচি থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে, দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কয়লামন্ত্রী পীযূষ গয়াল ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রাঘুবার দাস। মোদি এক টুইট বার্তায় লিখেন, ‘ঝাড়খণ্ডের একটি খনিতে কয়েকটি জীবনের মৃত্যুতে আমি ব্যথিত। যারা ভিতরে আটকা পড়েছেন তাদের জন্য আমার দোয়া রইল। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী রাঘুবার দাসের সঙ্গে কথা বলেছি।’ অন্যদিকে, নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার  ঘোষণা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাদের পরিবারকে  ৫ লাখ  রুপি  করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। আর আহতদের ২৫ হাজার রুপি করে দেওয়া হবে। পিটিআই।

সর্বশেষ খবর