সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কুরিয়ার ব্যবহার করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্যক্তিগত কিংবা রাষ্ট্রীয় গোপনীয় চিঠিপত্র আদান-প্রদানে  কোনো কম্পিউটারই নিরাপদ নয়। তাই তার প্রশাসন প্রতিদিনের কার্যক্রম ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চিঠি আদান-প্রদানে কুরিয়ার সার্ভিস ব্যবহার করবে। শনিবার ফ্লোরিডায় নতুন বছর উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আপনার যদি সত্যিকারার্থে গুরুত্বপূর্ণ কিছু থাকে, তাহলে এটি লিখে ফেলুন এবং পুরনো দিনের মতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিন। কারণ আমি আপনাদের বলতে চাই, কোনো কম্পিউটারই নিরাপদ নয়। এ ব্যাপারে যে যাই বলুক আমি তার পরোয়া করি না। কেবল টুইটারে নিয়মিত টুইট ছাড়া ব্যক্তিগত তথ্য আদান-প্রদানে অনলাইন এড়িয়ে চলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়া ডেমোক্রেট দল ও হিলারির ওয়েবসাইট হ্যাক করেছে বলে মার্কিন  গোয়েন্দা সংস্থা যে অভিযোগ করেছে সে বিষয়েও কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় এ বিষয়ে তিনি কথা বলবেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি তাদের নিশ্চিত হওয়ার জন্য বলব। কারণ এটা অনেক গুরুতর অভিযোগ।’ সাইবার নিরাপত্তা সম্পর্কে তার বেশ জ্ঞান রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি হ্যাকিং সম্পর্কে অনেক কিছুই জানি। এএফপি।

সর্বশেষ খবর