সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

যে মাছে নেশা

যে মাছে নেশা

নেশা করার জন্য এখন রাত জেগে মদ্যপান অথবা মাদকজাত কিছু সেবন করার আর প্রয়োজন হবে না। কারণ একটি মাছই এবার আপনাকে নেশার চরমে পৌঁছে দেবে। আনন্দে অথবা দুঃখে হোক, নেশাগ্রস্ত হওয়ার জন্য অনেকেই নানা ধরনের মাদকের ওপর নির্ভর করেন। কিন্তু ভাবুন তো, একটি মাছ খেলে যদি এলএসডি বা কোকেনের মতো ড্রাগ নেওয়ার অনুভূতি হয়, তাহলে কেমন হবে। পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে এমনই এক ধরনের মাছের সন্ধান পাওয়া গেছে। যা আপনাকে চরম নেশাগ্রস্ত করে তুলতে সক্ষম। সেই একটি মাছ খেলেই আগামী কয়েক দিন ঘোরের মধ্যেই থাকবেন আপনি। অর্থাৎ এই মাছ মানুষের শরীরে মদ বা ড্রাগের নেশার মতোই প্রভাব বিস্তার করে। সোনালি ও হলুদ রংয়ের আঁশবিশিষ্ট এই মাছের ক্ষমতা কিন্তু মারাত্মক। আরবি ভাষায় মাছটির নামকরণ হয়েছে ‘সারপা সালপা’। এর মানে মাছ কাউকে স্বপ্ন দেখাতে পারে। মাছটি নিয়ে অবশ্য কম গবেষণা হয়নি। বিজ্ঞানীদের ধারণা, এর কারণ মাছের খাদ্য। এ প্রজাতির মাছ এমন কিছু খাবার খায় যাতে তাদের দেহে বিষাক্ত ড্রাগ প্রবেশ করে। তার ফলেই হ্যালুশিনেসনের শিকার হন মানুষ। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর