মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জিজ্ঞাসাবাদের মুখে নেতানিয়াহু

জিজ্ঞাসাবাদের মুখে নেতানিয়াহু

ফরাসি ধনকুবের আরনাউদ মিমরানসহ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে  অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। গতকাল জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনেই সতর্কতার সঙ্গে এ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়। এ জন্য গতকাল সকাল থেকেই তার বাসভবনে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং গণমাধ্যমের চোখ এড়াতে সেখানে কালো পর্দা টানিয়ে দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম হিব্রুর এক খবরে বলা হয়, নেতানিয়াহু ইসরায়েলি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে গ্রহণ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্য দিয়ে জনগণের সেবক হিসেবে তার ‘আস্থার জায়গা’ লঙ্ঘিত হয়েছে। জেরুজালেম পোস্ট।

সর্বশেষ খবর